কোনো এক অবেলায় আমি চলে যাবো দূর বহুদূর। রেখে যাবো কিছু মধুময় স্মৃতি, এই বিশ্বে সুন্দর ও সুমধুর। হেঁসে খেলে এই ধরনীর বুকে, লিখে যাবো শত কবিতা। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, চালিয়ে যাবো সংগ্রামীতা। জীবন তরি ভাসাবো আমি এই বিশ্ব ভূবণ মাঝে। দেশের সেবায় নিজের জীবন, উৎসর্গ করি সকাল-সন্ধ্যা সাঝে। করিবো দেশ ও জাতির সেবা, বহন করিবো নিজ কাঁধে ভার। দায়িত্বের ত্রুটি করিবোনা কখনো, যতই আসুক ঝড় তুফান। ক্ষনিকের জন্য এসেছি এ ধারায়, বাঁচিবো আর কয় কাল। নিজেকে সুন্দর চরিত্রে গড়ে তুলিবো, জড়াবো না মৌহ মায়ার জাল। এই সুন্দর পৃথিবীকে সুন্দর রাখতে, মোদের বোধগম্য পথ চলা। নিকুঞ্জ পথে ধরার অবলিকা হতে, সুস্পষ্ট ও সুন্দর কথা বলা। সুন্দর চরিত্র আসে মিষ্টি ভাষা থেকে, যার মাধ্যম হলো বই পুস্তক পড়া। সেখানেই তো লেখা থাকে কত শত, সৎ ও অসৎ পথের বহু কথা। তাই তো মস্তিষ্কের জ্ঞান ভান্ডার দিয়ে, লিখে যাই কত অপরুপ কথা। সেখান থেকে কিছু জ্ঞান নিয়ে সবে, পথ চলিও ধরায় যথা তথা। মানুষের বিবেক বুদ্ধি জাগ্রত করি, সুন্দর ও স্বচ্ছ লেখনীর তরে। তবেই রাষ্ট্র ও সমাজ সুন্দর হবে, চিরমুক্তি পাবে জাতি সবে।
No comments:
Post a Comment