shan's

Wednesday, 15 January 2025

The Enchanting Mahamaya



Mahamaya Lake is a place where mountains, waterfalls, and a lake harmoniously come together. It is the second-largest artificial lake in Bangladesh, located amidst a picturesque setting. The winding lake at the foothills is extraordinarily beautiful. The primary attractions of Mahamaya Lake include the mountainous waterfall and its crystal-clear water. The surrounding green hills, adorned with a variety of birds chirping, mesmerize visitors.

To reach Mahamaya Lake Ecopark, one can get off at Thakurdighi Bazar in Durgapur Union of Mirsarai on the Dhaka-Chittagong highway and take an auto-rickshaw. Alternatively, private transport can directly bring visitors to the park's entrance.

A ticket costing 30 BDT allows entry into the ecopark. Shortly after entering, rows of green trees welcome visitors. The lush greenery, the blue sky above, and the breathtaking lake below instantly relieve the fatigue of city life. At the dock, visitors can enjoy the lake's transparent water on small or large motorboats. Upon crossing the lake, one encounters a mesmerizing waterfall. Visitors can refresh themselves in the cool water of the waterfall, but knowing how to swim is essential.

According to a boat operator, renting a boat costs between 1,000 to 1,500 BDT. The boats take visitors to the waterfall and return to the dock, with short breaks for those wanting to immerse themselves in the waterfall. For kayaking enthusiasts, Mahamaya Lake is an ideal destination. Kayaks are available for rent at 200–300 BDT per hour from the dock.

Ridoan, a kayaking visitor, shared that he started his day early from Chattogram’s Oxygen area to enjoy kayaking and immerse himself in the surrounding beauty.

In the late afternoon, sitting on a boat, the surrounding hills and vast water of Mahamaya Lake create a magical atmosphere. The setting sun paints the environment in stunning hues, making the experience truly enchanting. Visitors can capture the lake’s beauty on their phones or cameras, creating unforgettable memories. During winter, the large open grounds near the lake are perfect for organizing various games and activities.

After exploring the park, visitors can dine at nearby restaurants or purchase snacks from roadside shops. Alternatively, they can bring their own food, but care must be taken to preserve the environment by avoiding littering with plastic bottles and packets.

Jahid Hasan, a former student of Chittagong University, mentioned to Banglanews, “Mahamaya Lake is exceptional for its natural beauty. Compared to Kaptai, it offers easier access and is perfect for kayaking. However, many kayaking participants are not wearing life jackets, which requires immediate attention from the authorities.”


Shan Collation 

Date:16/01/25

Thursday, 9 January 2025

Two Killed, Thousands of Structures Burned in Los Angeles Wildfire



The wildfire in Los Angeles has escalated to a more devastating level, impacting one of the United States' primary hubs for industry, commerce, and finance.

Fire Chief Anthony Marrone reported that over 5,000 acres in Palisades have been scorched, with the fire continuing to grow. Approximately 1,000 structures have been destroyed so far.

During a press conference on Wednesday, the Los Angeles County Fire Department Chief stated that the Eaton Fire near Pasadena has claimed two lives and left several injured.

The fire has now doubled in size, expanding to approximately 2,227 acres.

Like other wildfires spreading across Southern California, none of this fire has been contained. The fire department noted significant challenges due to rough terrain and strong winds.

About 700 firefighters are working tirelessly to control the blaze. Local authorities have warned that the fire is dangerously advancing in both eastern and western directions.

The fire reportedly started around 10:30 AM local time on Tuesday. It spread rapidly due to gusts of wind reaching 50 miles per hour (80 km/h) and extremely dry conditions.

Los Angeles County Fire Chief Anthony Marrone emphasized that Pacific Palisades is "not out of danger." Millions of Californians remain under red alert as the risk of wildfire spread remains critical. Officials fear the blaze could expand further and intensify overnight.


Shans collation 

Date : 09/01/2025

Wednesday, 8 January 2025

বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন চালু করল সৌদি

 


বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন ‘রিয়াদ মেট্রো’ পুরোপুরি চালু হলো সৌদিতে। রোববার ভোর ৬টা থেকে ট্রেনটি চালু হয়েছে বলে এক ঘোষণায় জানিয়েছে দেশটির রয়্যাল কমিশন ফর রিয়াদ সিটি (আরসিআরসি)।
রিয়াদ মেট্রো মূলত একটি মেট্রোরেল এবং রাজধানী রিয়াদ ও তার আশপাশের অঞ্চলে চলাচলের জন্য এটি তৈরি করা হয়েছে। পুরো অঞ্চলকে এক নেটওয়ার্কের আওতায় আনার জন্য ৬ টি লাইন রয়েছে— ব্লু লাইন, ইয়েলো লাইন, পার্পল লাইন, রেড লাইন, গ্রিন লাইন এবং অরেঞ্জ লাইন। রিয়াদ এবং তার আশপাশের অঞ্চলকে ৬ ভাগ করে প্রতিটি ভাগের জন্য বরাদ্দ করা হয়েছে একটি লাইন।

এসব লাইনের মধ্যে ব্লু, ইয়েলো এবং পার্পল লাইনে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু করেছিল রিয়াদ মেট্রো, পরে ১৫ ডিসেম্বরে রেড এবং গ্রিন লাইনেও পরীক্ষামূলকভাবে চলাচল শুরু হয়। রয়েল কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, গতকাল ৫ জানুয়ারি থেকে অরেঞ্জ লাইনসহ অন্যান্য লাইনে পুরোদমে চলা শুরু করেছে মেট্রোটি।
প্রসঙ্গত, রিয়াদের জেদ্দা রোড এবং সেকেন্ড ইস্টার্ন রিং রোডকে সংযুক্তকারী অরেঞ্জ লাইনের দৈর্ঘ ৪১ মিটার। এ লাইনে ৫টি মেট্রোস্টেশন রয়েছে। এই স্টেশনগুলো হলো জেদ্দা রোড স্টেশন, তাওয়াইক স্টেশন, দৌহ স্টেশন, হারুল আল রশীদ স্টেশন এবং আল নাসির স্টেশন।

প্রসঙ্গত, রিয়াদ মেট্রো বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন এবং এর নেটওয়ার্ক পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের মধ্যে বৃহত্তম। ট্রেনটি নেটওয়ার্কের মোট দৈর্ঘ ১৭৬ কিলোমিটার এবং এই পথে পড়ে মোট ৮৫টি স্টেশন। সবগুলো স্টেশন কভার করে এই ট্রেনটি।

প্রতিদিন ভোর ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত চলে রিয়াদ মেট্রো। যাত্রীরা স্টেশনে এসে কিংবা অনলাইনে টিকিট কেটে ট্রেনে চাপেন।

দেশে ভূমিকম্পের শঙ্কা আছে, ক্ষয়ক্ষতি হ্রাসে উদ্যোগ নেই: ঢাবি অধ্যাপক

 



সক্রিয় টেকনোক্রেট প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে বাংলাদেশে ভূমিকম্পের ব্যাপক ঝুঁকি রয়েছে। তবে সে ঝুঁকি মাথায় রেখে ক্ষয়ক্ষতি হ্রাসের কোনো ব্যবস্থা বাংলাদেশ করছে না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সাইন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) বাংলানিউজের সঙ্গে সম্প্রতি ঘটা দুটি ভূমিকম্পের বিষয়ে আলাপকালে তিনি এসব কথা জানান। 

এদিন সকাল ৭টা ৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এর আগে ৩ জানুয়ারি রিখটার স্কেলে ৫ মাত্রায় বাংলাদেশের ঢাকা, সিলেটসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্প দুটিরই উৎপত্তিস্থল বাংলাদেশের বাইরে। শেষেরটির উৎপত্তিস্থল ৬১৮ কিলোমিটার দূরে চীনের জিজাং এলাকা। আর ৩ জানুয়ারির ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ থেকে ৪৮২ কিলোমিটার দূরে মিয়ানমারের হোমালিন নামের একটি স্থান।

বাংলাদেশ থেকে দূরে অবস্থিত হওয়ায় এসব ভূমিকম্প বাংলাদেশের জন্য তেমন কোনো এলার্মিং কিছু নয় বলে মনে করছেন অধ্যাপক জিল্লুর রহমান। তিনি বলেন, এগুলো দূরের ভূমিকম্প। বাংলাদেশে এগুলোর তেমন কোনো প্রভাব নেই। তিব্বতে অনেক মানুষ মারা গিয়েছে, কিন্তু বাংলাদেশে কিছুই হয়নি। এর আগে ৩ তারিখ যে ভূমিকম্প হয়েছে, সেটিও এলার্মিং কিছু না বলে জানিয়েছেন তিনি।

তবে সক্রিয় টেকনোক্রেট প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় বাংলাদেশে ব্যাপক ভূমিকম্পের ঝুঁকি রয়েছে বলে জানান তিনি।

অনেক আগে পৃথিবীর সব স্থলভাগ একত্রে ছিল। পৃথিবীর উপরিভাগে কতগুলো অনমনীয় প্লেটের সমন্বয়ে গঠিত বলে ধীরে ধীরে তারা আলাদা হয়ে গেছে। এই প্লেটগুলোকেই বিজ্ঞানীরা বলেন টেকটোনিক প্লেট। টেকটোনিক প্লেটগুলো একে-অপরের সঙ্গে পাশাপাশি লেগে থাকে। কোনো কারণে এগুলোর নিজেদের মধ্যে সংঘর্ষ হলেই তৈরি হয় শক্তি। এই শক্তি সিসমিক তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে। যদি তরঙ্গ শক্তিশালী হয়, তাহলে সেটি পৃথিবীর উপরিতলে এসে পৌঁছায়। আর তখনো যদি যথেষ্ট শক্তি থাকে, তাহলে সেটা ভূত্বককে কাঁপিয়ে তোলে। এই কাঁপুনিই মূলত ভূমিকম্প।

জিল্লুর রহমান বলেন, আমাদের এই ঝুঁকি মাথায় রেখে ক্ষয়ক্ষতি হ্রাসে কাজ করতে হবে। কিন্তু আমরা তা করছি না। ভূমিকম্প ক্ষয়ক্ষতি হ্রাসের ব্যবস্থা করলে মৃত্যু ঝুঁকি কমানো যাবে।

ঘনবসতি, অবকাঠামোগত দুর্বলতা, বিল্ডিং কোডের দুর্বল প্রয়োগসহ কয়েকটি কারণে একইমাত্রার ভূমিকম্প বাংলাদেশের কাছাকাছি হলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে বলে জানান তিনি। তিনি বলেন, অন্যান্য দেশের চেয়ে আমাদের দেশে অনেক বেশি ক্ষতি হবে। আমাদের এখানে পরিকল্পনাহীন অনেক ভবন আছে। তিব্বতে যে ভূমিকম্প হয়েছে, ঢাকার ৫০ কিলোমিটারের মধ্যে এরকম ভূমিকম্প হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। ক্ষয়ক্ষতির পরিমাণ অন্য অনেক দেশ থেকে বেশি হবে।

এসব ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশকে বিভিন্ন মেয়াদে পরিকল্পনা গ্রহণ করে ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে জানান তিনি। তিনি বলেন, আমাদের পরিকল্পনা গ্রহণ করা দরকার। তবে যেভাবে দরকার, আমরা সেভাবে করছি না। আমাদের যথাযথ বিল্ডিং কোড প্রয়োগ করা দরকার। এছাড়া যেসব বিল্ডিং ইতোমধ্যে আছে, সেগুলোও ঝুঁকি বিবেচনা করা উচিত।

শিল্পখাতে গ্যাসের দাম দেড়গুণ বাড়ানোর প্রস্তাব



শিল্পখাতে গ্যাসের দাম আবারও বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

প্রতি ইউনিট গ্যাসের দাম ৩০ টাকা ৭৫ পয়সা থেকে দেড়গুণ বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।

সোমবার (৬ জানুয়ারি) জ্বালানি বিভাগের অনুমোদনের পর বিইআরসির কাছে এ প্রস্তাব দেয়।

জানা যায়, বিইআরসি থেকে বাড়তি এ দামের অনুমোদন দিলেই বাড়বে গ্যাসের দাম। আগামী ফেব্রুয়ারিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গ্যাসের দাম বাড়ানোর প্রসঙ্গে সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান বলেন, চলতি মাসের কমিশন সভা হয়েছে। ফেব্রুয়ারির ২ তারিখ পরবর্তী কমিশন সভা বসবে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার বিইআরসিকে পাঠানো পেট্রোবাংলার প্রস্তাবে বলা হয়, পুরোনো গ্রাহকের ক্ষেত্রে অনুমোদিত লোডের বাড়তি ব্যবহৃত গ্যাসের বিল হবে নতুন দামে। যেসব শিল্পকারখানা নতুন সংযোগের প্রতিশ্রুতি পেয়েছে, তাদের ক্ষেত্রে অনুমোদিত লোডের ৫০ শতাংশ পর্যন্ত আগের দাম দিতে হবে। এর বাইরে বাকি খরচের জন্য নতুন দাম প্রস্তাব করা হয়েছে।

শিল্পখাতে গ্যাস ব্যবহারের এক চিত্র তুলে ধরেছে পেট্রোবাংলা। ২০২৩ সালের নভেম্বর থেকে গত অক্টোবর পর্যন্ত হিসাবে দেখা গেছে, শিল্পে অনুমোদিত লোডের চেয়ে ১৪ কোটি ৭৮ লাখ ঘনমিটার গ্যাস বাড়তি ব্যবহার করা হয়েছে।

এছাড়াও ক্যাপটিভে ৫ কোটি ৭৬ লাখ ঘনমিটার গ্যাস বাড়তি ব্যবহার করা হয়েছে। প্রস্তাব অনুসারে, পুরোনো কারখানায় বাড়তি এমন ব্যবহারের ক্ষেত্রে গ্যাসের বিল হবে নতুন দামে।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে গ্যাসের দাম গড়ে ৮২ শতাংশ বাড়ানো হয়। তখন শিল্পে গ্যাসের দাম ১১ টাকা ৯৮ পয়সা থেকে বাড়িয়ে করা হয় ৩০ টাকা। ক্যাপটিভে ১৬ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছিল। পরে ক্যাপটিভে আরেক দফা গ্যাসের দাম বাড়িয়ে করা হয় ৩০ টাকা ৭৫ পয়সা।

গত বছরের ২৮ আগস্ট গণশুনানি ছাড়াই বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর ক্ষেত্রে বিইআরসির নির্বাহী ক্ষমতা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

Tuesday, 7 January 2025

তিব্বতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এক হাজার বাড়ি, নিহত বেড়ে ৫৩



চীনের পাহাড়ি অঞ্চল তিব্বতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার সকালে সেখানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৬২ জন।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ( ইউএসজিএস) জানিয়েছে, তিব্বতের শিগাতসে শহর সকাল ৯টার দিকে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে এটি সংঘটিত হয়। ভূমিকম্পটি  এতটাই শক্তিশালী ছিল যে এটি নেপাল, ভারতের কিছু অংশ এবং বাংলাদেশেও অনুভূত হয়। বড় ভূতাত্ত্বিক ফল্টে অবস্থানের কারণে ওই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।

শিগাতসে-কে তিব্বতের অন্যতম পবিত্র শহর হিসেবে বিবেচনা করা হয়। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে অবশ্য বলা হয়েছে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৮। এটির আঘাতে অন্তত এক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেছে তারা।
ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযানে নেমেছে চীনের বিমানবাহিনী। এতে ড্রোন ব্যবহার করা হচ্ছে। এভারেস্ট পর্বতশৃঙ্গের পাশে অবস্থিত তিব্বতের তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় সেখানে উদ্ধার অভিযান বেশ দুরূহ হবে।

নেপালেও শক্তিশালী কম্পন অনুভূত হলেও সেখানে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির সন্ধান পাওয়া যায়নি বলে বার্তসংস্থা এএফপিকে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। ২০১৫ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুর কাছে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

Some Important Thing

 ✅সবাই কপি করে রেখে দিন কাজে লাগবে✅ নগদ হেল্পলাইন  09609616167 বিকাশ হেল্পলাইন 09611116247 ডাচ্ বাংলা হেল্পলাইন 09666716216 উপায় হেল্পলাইন  ...